তা বেশ জেনে নিলাম শুনলাম কত কথা
তোমরা সুখি মানুষ খোঁজ; সুখ খোঁজ!
কোথায় কোন কাজে সুখি হওয়া যাবে'
সে'কাজ ও সেই মানুষ সন্ধান করো কি?


হায়রে মানুষ অলিক চেতনা ভরা মনে
কোন নেশায় শুধুই তাকাতে চাই উর্দ্ধে?
কেমন করে হতে হয় উপযুক্ত ও ভাল
মানুষ, তার থাকে না তেমন বালাই মন।


শুধুই আক্ষেপ আক্ষেপ পাগল পাগল
ভাবনা ভরা হতাশা জীবনের চাওয়া!
প্রকৃত পক্ষে পাবে কি তাই সফলতা,
আসল নকল ভাবনা রহে কি জীবনে?


না কি শুধুই পাওয়ার হিসাব অংকের
এগিয়ে যেতে নাই মানা যতই থাকুক
প্রাচীর ঘেরা বিঘ্নতার প্রতিকূলতা ভরা
চাই শুধু চাই; যে কোন উপায় হব বড়!


মূল কাজ যাই হোক; সর্বোচ্চ জ্ঞানার্জন
এমন এক ডাক আসে শয়তানেই ভর্তি।
যা কখনও দেয় শান্তির জোঁয়ার প্রভাবে
তারপরও সুখ ভাবনা আসে না মনটিতে।


আমরা ভাল মানুষ চাই; ভাল কথা চাই;
সুখি মানুষ চাই; সুখ ভোগ চাই; সুন্দর
রূপ চাই; ভাল ভোগ-বিলাস চাই; সবই
দু'চোখের দৃষ্টির মিথ্যা আর সত্য ভেদ!


এই কথাটি জানা রয় কি কখনও মনুষ্যে
চলন বিলে বেশ মাছ পাওয়া যায় সুস্বাদ!
বিল রক্ষায় থাকতে হবে মনোভাব মনুষ্য
রক্ষা নাহি জানি; শূন্য মন; শূন্য চরণেই।


উর্দ্ধ গতির মন তখনই কাম্য সাধ-সাধন
যখনই অর্জিত হয় প্রকৃত মানব জীবনটি!
আর সেই জীবনই পেতে পারে আপনত্ব
ভালো মানুষ; ভাল মন; উপযুক্ত সন্ধান।
×××××××××××××××××××××××
বাণী: মূল্যবোধ তখনই তৈরি হয় মানব জীবনটিতে। যখন মানুষ তার জীবনের মূলবান সময় কাজে লাগাতে পেরে যোগ্যবান হতে পারে। আর তখনই মানুষ সমাজে সুপরিচিতি লাভে ধন্য হয়ে থাকে। সেই হতেই ঐ'সকল ব্যক্তিরা মূলবান সম্পদে পরিনতি লাভে ধন্যতা পায়।