শোন! বাংলার সন্তানেরা এ'ধরাতে
তোমরা সকলেই জেনে রাখ সময়
এখন সুন্দর বয়স যে পড়া-লেখার
বীজ বপনে সুজলা সুফলা অপেক্ষ।


সেই মনের কুঠিরে বয়ে আসবে যেন
সফলতার জোয়ার ভাটার তারিত...
জীবন নামক সফলতা পেতে দীক্ষা
তাই করবে না কখনও সময় হেলা।


দিবে না কখনও সফলতা কর্ম ফাঁকি
তবেই ধীর চেতায় দেখা দিবে জীবন
নামক সেই কর্ম ফলেই অনন‍্য খুঁশি
সেই প্রেরণায় জুড়াবে মন, প্রাণ হ্নদ।


আহা! জীবন গড়ার সংকল্প ধীরতায়
নিজ বুদ্ধি দীপ্তের চমৎকার উজ্জ্বল
আলো ঝলমলের আভা যেন শোভা
ছড়াবে নিজেই নিজের কাছে প্রশ্ন?


মানুষের মন যে বড়ই এক অস্তিরতা
সহজ লব্দেই পেতে চায় প্রেম প্রীতি।
চায় পেতে চোখের নেশার মত শিশু
ভানে ভানুমতি সেজে বসেই ভাবনা'


যেন দাবী আমার যদি থাকতো ওর
ন‍্যায়ে অর্থ বৃত্ত মহারথী গাড়ী বাড়ি।
হয়তো বা হতে পারতাম বেশ দামী!
ওরে বোকা সন্তানেরা কেন ঐ'মনে?


বিনা অর্জনে মন চাবে অপ্রিয় ভাবে
এই দুনিয়াতে যারাই চেয়ে হয়েছে ঐ
অপ্রিয় দাম্ভিকতার মানুষের ধণীমন
ভাবনা জগতের উদাহরণের মানুষ।


সময়ের ব‍্যবধানে হয়েছে সময় বলে
ওরে বোকা আজ আর তোর কেহই
নেই পাশে অপেক্ষা জেল জরিমানা
কর্ম ফল ঐ'যে সেই উদাহরণ নামে।
*********************


বাণী : জীবনকে সেই সকল ব‍্যক্তিরাই ভোগ করতে পারে। যে সকল মানুষেরা নিজেকে সৃষ্টি করে সমাজকে আধুনিকতার সোয়া লাগায়ে জন কল‍্যাণে স্বাক্ষর রাখতে সক্ষম।