সমাজ বদ্ধ সামাজিক জীব আমরা
বসবাস করে আসছি একই সাথে
জীবন চলার পথটি সুগমন ধীরতা
উপকার পেয়ে আর দিয়ে মানবতা।


এমন কেহ কোনানব নেই নেয়নি
বলতে পারবে কি নেয়নি সুবিধা!
এই সমাজ হতে একে অপর জনে
বিধাতার সৃষ্টি রহস‍্যময় এ'জগৎ।।


এমনই জাায়গা জগা খিঁচুরী ভগ্ন'র
দশাতে মিলায়ে মিশায়ে রেখেছেন
একাকার উচু নিচু এতো ভেদাভেদ
শিক্ষা কর্ম পজিশন ধনী গরীব দন্ধ।


হাট-বাজারে দেখা মুদিখানা সেবা
সবই পেতে একে আপর পাওনার
এমন কোনই বাজার নেই যে নেই
মানুষ মানুষের জীবন ভাবনা প্রাণ।


প্রত‍্যেকে আমরা পরের তরে এক
অসাধারণ বিনা সুতার মালা মাল‍্য
তবেই বলতে পারবে মোরা ধরণী
নেশায় ছোট্র গল্পও অস্বীকার নয়।


করে যদি কেহ বেসামাল পেয়ে
উপকার একদিন ঠিকই দেখবে
দু'দিন আগে আর পরে ফস্তাবে
উপকারীর উপকার অস্বীকারে।।