ভাবনাটি যদি এমন হত
ভাবতে পারতাম শতশত'
হাজার কোটি গুণ ভরপুর!
চাইনা সোনা চাইনা রুপা।


সহজ করে কোন কিছুই
দাও না বিধাতা জ্ঞানালো
দাও না ভরে হৃদয়টিকেই
সহজ সরল পথ পথিকে।


জেগে উঠবে মন মাঝে
আপন ভুবন নিজ চেতনা।
স্বর্গ তবেই পাবো বলেই
ভাবনা আমায় বলে কথা।


সেই কথাটিই মন মাঝে
জাগে শুধুই প্রেরণা প্রেত,
ঊষা আলো ঝলমল চন্দ্র
সবই যেন অলীক ভাবনা।


আমরা নাম জবে মানুষ
যদি সেই নাম করণেই
হতে পারি প্রকৃত মানুষ!
তবেই যেন সেরা প্রাপ্তি।


এহকাল পরকাল সব ধন‍্যে
পরিপূর্ণতা অপূর্ব শোভায়।
এমন করে করবো মোরা
জয় যেন থাকবে হৃদয়ে।
***************
বাণী: মানব জীবন এমনই একটি জীবন। যেখানে ক্ষমা পাবার কোন উপায় নেই। তাই সর্বত্র হিসেব করেই জীবনে চলা উচিৎ। আর সেই জীবনেই স্বার্থকতা লাভে ধন‍্য হতে পারাই স্বার্থক জীবন লাভে বিধাতায় পূর্ণতা।