কি যে করি? ও করোনা!
তোর তারণাতে মানব জীবন অতৃষ্ট
জীবন নিয়ে এ কি খেলায় বেজাই খুঁশি!
তুই যে বেজায় হারামী! বদের লাঠী!


মানুষ নিয়ে করছিস খেলা এ কেমন কথা!
যারে তুই যা এ দেশ ছেড়ে যা!
তবুও তুই দিস না আর এতো বেদনা'
আমার আর "ভাল্লা'গে না" বিতৃষ্ণা মনে।।


আমার যে আর 'ভাল্লা'গে না' বল তো কি করি?
কি এতো তোমার শয়তানির ক্ষমতা?
কি লাভ আছে তোর মানবের ক্ষতি করে?
হয়েছে তো প্রথম ধাপের কষাঘাতের রোষে।


দ্বিতীয় তে ভেবে ছিলাম  এবার বুঝি শেষ হবে
না এ দেখি তোর সাহসের বড়ই বলিহারী!
তা বেশ তোর এই সাহসের বলিহারীতে
মানুষের জীবন নিয়ে কি লাভ বল? কি লাভ?


বিনা কারণে মানুষের জীবনের উপর এতোটাই
আঘাত হেনে তোর কি লাভ হচ্ছে বল?
বল ওরে করোনার প্রাদূর্ভাবের অভিষপ্ত?
কতশত গরীব অসহায় মানুষ ভূগছে অনাহারে!


এমন রোগ তুই! তরে নিয়ন্ত্রণে দরকার অর্থ!
তুই কম অর্থে চাস না যেতে! মনটি করিস ভারী।
গরীব বড়লোক কাউকেই চিনিস না জানিস না!
বল তো কি করি? 'ভাল্লা'গে না' তুই যা দুর হ!


তুই করোনা মানবের মরণ ব‍্যাধির অর্থ অপচয়ি'
বিধাতার দরবারে তোর নামে সিন্নী মানত'তেই
জানালাম হে বিধাতা! এই ভাইরাস বড়ই বদ!
বড় শয়তানের শয়তান! বড়ই সিয়ানের সিয়ান!!


তুমি ঐ' শয়তানের শয়তান সিয়ানের সিয়ানকে
তাড়াও না এই সুন্দর পৃথিবী হতে; তোমার প্রিয়
বান্দার প্রাণ রক্ষার্থে! তুমিই একমাত্র ভরসা!!!
এতে নাই কোনই সংশ্বয়! হবে না কমতি কোনই।


ভেবে ছিলাম প্রথম করোনা মহামারীর ধাপের
দ্বিতীয় এর আগমনে যাই হোক যাবে বুঝি ছাড়ি
এই দেশ হতে বহু দূরে দূর-অজানাতে হারায়ে!
না এখন দেখি আরো শক্তি শালী হয়ে এসেছো।


আবারও এলো কঠোর লক-ডাউন!
ঘরের বাইরে যাবে না যাওয়া;
কি যে মহা সমস‍্যা! এই করোনা যা না!
তোর হতে রক্ষা পেতে মানতে হয় স্বাস্থ‍্যবিধি!!


ভাল্লা'গে না! বল তো স্বাস্থ‍্যবিধি পালনে কি করি'
ঐ' স্বাস্থ‍্যবিধির সরঞ্জামাদী ক্রয়ে অর্থ কোথায়?
তোর কারণে গেছে কমে আয়-রোজগার;
তেমন নাই ইনকামের রাস্তা! বল তো কি করি?


তাই তো করোনা শোন! এক মনে সরে পরেক'
চাস তো ভালো! যা করেছিস এই পর্যন্তই থাক!
যা চলে মানুষের প্রাণ-ঘাতি হতে; যা-চলে-যা..
"ভাল্লা'গে না" সব সময় চিন্তা থাকে এই বুঝি!


এলি তুই কেন মানবের মাঝে; গেলি বুঝি তুই'
প্রাণকে বিয়োগ করতে। কেন এতো শখ তোর?
ভারী ভেজালের? কেন? কেন? কেন?কেন?
ভাল্লা'গে না ইজ্জত নিয়ে সরে যা তৃতীয় ধাপেই।


তোর যেন আর না দেখি' বাড়তে এগিয়ে চতুর্থে!
যা করার করেছিস! আর হয় না যেন ভুল;
এই বার করল‍ে ভুল! বিধাতা করবে কি ক্ষমা?
তার বান্দার উপর করলে জুলুম। তাই চলে যা..।


===×××===
===×××===
বাণী: করোনার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মাত্রা সত‍্যই ধৈর্যের বাইরে চলে গেছে। যা সত‍্যই করোনাই জানে না। সীমা লঙ্ঘনের বেয়াদব। সেই চেতনায় লাঠি পেটা করেই তারানো শ্রেয় বটে।।