ভালবাসা সে তো অমূল‍্য রতন
ঐ ভালবাসা দিতে পারে ক'জন!
নিতেও পারে যে ক'জনা' আছে
কি সেই মানুষ (নারী-পুরুষ) ঐ?


শুধুই তৃপ্তের অতৃপ্ত অবস্বাদের
তরে পেতে চায় যে মন! সেই যে
আনচান অমৃত তৃপ্ত জ্ঞানের অপূর্ব
সাধনের একান্তই  ভালবাসাতে।


সেই ভালবাসাই তো পেতে চাই' যা
হতে রবে শুধুই সকল সৌরভের'ই
শোভিত ফুলের পাপড়ীর নির্যাসের
সুঘ্রাণ। ঐ সেই অমূল‍্য সুঘ্রাণ পেতে


হয় যে মন উতলা! প্রাণটা যেন কেমন
করে; খেলার ছলে মেতে চায় থাকতে।
মনে মনে ভাবী ওরে মন! কেন করো
অমন? এতো কিছু বুঝি না! বুঝতেও


চাই না' শুধুই চাই! পরিশুদ্ধতার অপূর্ব
ভালবাসা দিতে ও নিতে; যা মিলানোই
বড় দায়; চলো যাই একই সাথে মেতে
করি ভাব তোমাতে আমায়! রবো যেন


একই বাঁধনের বাহু বন্ধনের হ্নদয় প্রেম
ভাললাগা ভালবাসা ঐ সেই অনন‍্যতার
এক সাথে পথ ও জীবন নামক এই ধরা'
র ধরণীর সেই ভালবাসা নামক অমূল‍্য
রতন ঐ যে সেই পরিপূর্ণ তৃপ্তের স্বাদ নিতে'
তবেই তো পরিপূর্ণ লাভে ধন‍্য হবে প্রেম
ভালবাসার অমূল‍্যের আত্মতৃপ্তের শুদ্ধিতা।


***===***
***===***
বাণী : একজন চাইলেই হবে না! আরেক জন পাইলেই চলবে না! উভয়েরই চাওয়া ও পাওয়াতে সমন্ময় থাকলেই পরিপূর্ণ ভালবাসার স্বাদের তৃপ্ততা লাভে ধন‍্য হয়ে জীবন সংসারের অমূল‍্য রতন লাভে পরিশুদ্ধতা পেতে পারা যাবে। অন‍্যথা নহে।