ওহে শোন!
তোমাকে করেছি বিবাহ
                        এনেছি এই ঘরটিতে
আলো জ্বালাবে প্রতিদিন
                       সাঁজের কালে প্রদ্বীপের
সেই আলোতে হবে
                    তোমার আমার জীবন
আলোকিত সকল অন্ধকার
                    এই জীবনটি হতে।


মুছে যাবে আর
               কখনও দেখা দেবে
না পিছনে যতই
              ছিল না আঁধার
তোমার ও আমার
               জীবনের ঐ'মন চেতনাতে।


জীবন চলার পথে
                যত টুকুন কুঁড়িয়েছি
নূড়ি দিলাম তোমাতে
                নাওনা দু'টি হাত
পেতে এ জীবন
               যে তোমার আমার।


দু'টিজীবন যেন এই
                শুরুতেই ভাল লাগা
ভালোবাসাতে থাকে ভর
                পুরে রয় যেন
দু'মন একই বাঁধনের
                বাঁধনে মজবুত ধীরতায়।


তাই তো তুমি
          তাই তো আমি
তুমি ও আমি
          উভয়ই যে একই
মনের প্রেমিক-প্রেমিকা
            আপন মনে বেঁধে
করবো ঘর! করবো
            সংসার! যত ছন্দ
আছে এ'দুনিয়াতে সব
            হবে তোমার আমার।


লিখবো ছন্দের কবিতা
            লিখিবো আপন মনে।
থাকবেনা কোনই বাঁধা
             এই তুমি আমি
জীবন সংসারের তরে।
              প্রেম ভাল লাগাতে
আসতে দেওয়া যাবে
               না বিরহের কোনই
আধিপাত‍্যতা সেই যে!
               অনুরুপ ভাবে কবিতাতেও
পাত্তা দেওয়া যাবে
               না বিরহ নামক।
বেদনাতিত কষ্টের অবসাধ।


রইবো দু'জন দু'জনাতে
                একই ছাঁদের নিচে
উদ্ভাসিতের এক অনন‍্যতায়
                ভরা শোভাতেরই স্নিগ্ধে।
তাই তো এ'জীবনে
               শুধুই তুমি আমি
যেন উদার চেতনাতে
               থাকতে পারি একই
ছাঁদের নীচে জীবনটি
               যত সময় বিধাতা
জীবিত রাখেন এ'দুনিয়াতে।
                সেই ভাবনাতেই পায়
যেন ভালোবাসার কবিতাটি
                এই জগতেরই স্বার্থকতা।
===***===
===***===
বাণী: ভালোবাসা মানব জীবনে অনেক বড় চাওয়া ও পাওয়া। সেই ভালোবাসা কখনও অবমূল‍্যায়ন করে, হেলায় ফেলে অবহেলা করা বোকামী ছাড়া আর কিছু নয়।