এ'জীবন চলার পথে, সববাস কতজনার সাথে
পরিবারে প্রতিবেশী কর্মস্থল কর্মময় জীবনের।
মানুষের মুখে শুণি ভাল মানুষের গল্প সরগম
সেই ছোট্ট বেলা হতে দীক্ষা হবো ভাল মানুষ।


ভাল মানুষ হতে হয় কি ভাবে হেঁটে গেছি বেশ
বহু গুণি জনের নাম শুনলেই ভারী গর্বে চলেছি!
আজ বুঝি পাবো এক অসাধারণ মানুষ দেখতে'
কত স্বপ্ন এঁকেছি জীবন তটে; তাঁর ছোঁয়া যেন....


আদর্শতা পাবে আমার হৃদয় মন আত্মঃউপলব্দ
যেখান করবে বসবাস মানুষ যে সত্য সত্যবাদী!
সেই মানুষ তিনি বিশেষ জন' পর হিতকর সমতা
জাগায় নিজকে, জাগাতে সহায়তা করে দেশকে।


এমন মানুষ খুঁজে ফিরি সারা জীবন কই কোথা
আসলে রয় কি এমন মানুষ কল্প রাজ্যে না কি'
সব চলে সত্যের আড়ালে ভন্ডামী মানুষ দুষ্টতা
দেখি লোভ ছাড়া লালসা ছাড়া নেই যে মনুষ্যত্ব।


হায়রে মানুষ; রঙ্গিন মানুষ; রঙ্গ ফুরাইলেই ঠুস'
তবে কেন করে থাকে ভন্ডামী, লুচ্ছামী মানুষের
সাথেই অমানসিকতা? ওরে অবুঝ মানুষ কেমন
করো এমন অপকর্ম, প্রজন্মকে করে পথভ্রষ্ট জন।


মানুষ এই ভাল; এই মন্দ; একজন মানুষ সেই
তার নিজ জীবন গড়ার চেতনায় ব্রতঃহলেই বেশ।
লাগে কি সর্বনাশা শেষ মন তৈরি মানব জীবনে?
বিধাতা তো তা বলেন নাই' তাও মানুষ ঐ'মনের।


অনেক মূর্খ; বেশ শিক্ষিত; সেমি শিক্ষিত;শিক্ষিত
সুশিক্ষিত; বুদ্ধিজীবি; বিজ্ঞজন; দার্শনিক;পন্ডিত;
কবি, সাহিত্যিক, উপন্যাসিক, তথ্যবিদ, তাপ্তিকবিদ,
গুণিজন, সমাজ সেবক, জনপ্রতিনিধি, রাষ্ট্র নায়ক,


বিজ্ঞানবিদ,কৃষিবিদ,সাংস্কৃতি ব্যক্তিত্ব,শিল্পী, নাট্ক
অভিনয় শিল্পী, চলচিত্র অভিনয় শিল্পী, জারিগান,
শারিগান ও যাত্রা শিল্পীসহ হতদরিদ্র পথ শিল্পীরা
কত কষ্টের জীবন তাদের' শুনেছি, তারাও কি সত্য-


বাদী মানুষ? কোথায় আছে,কোন দেশে চাই আমি
যেতে, সেই মানুষের সন্ধ্যানে। হে বিধাতা দাও না
আমায় ঐ'ঠিকানাটি বলে। আমি যেতে ঐ'মহৎকে
পেতে, উপযুক্ত মানুষ হওয়ার সন্ধ্যান নিশ্চিন্তেই।


ভাবুক আমি ভাবতে জানি, সেই মনটি প্রাণ যেন
বলি কথা নিজ মনকে দিতে ভালোবাসা একান্তে।
জীবন ভর ভাল কাজ করে বদনাম শুনিতে আর
লাগে না ভাল। কোথায় ভাল মানুষ দাও না দেখা।
×××××××××××××××××××××××××××××××
বাণী: ভাল মানুষ হওয়া সহজ। তবে বিয়াদবেরা চারি দিকে ছেঁয়ে গেছে। যার জন্যে যে ক'জন সামান্য ভাল মানুষ, সমাজ ব্যবস্থা বিধাতার দয়ার অশেষ রহমতে যাও বা চলছে। তার বারোটা বাঁজানোর জন্যেই ঐ'ভাল লোক গুলিকে অবমূল্যায়ন করে মানুষরুপি শয়তানের দলেরা নিচু করে তাদের অপমান তিরস্কার তাচ্ছিল্লতায় পিরা দিয়ে রাখেন। যার জন্যে প্রকৃত ভাল মানুষের সন্ধ্যান ও মূল্যায়ন প্রজন্মদের নিকট স্থান না পাওয়ায় সমাজে গুণি মানুষের অভাব দেখা দিচ্ছে। যা সমাজের জন্যে আদর্শ মানুষ গড়ে উঠায় অন্তরায়।