এই যে ভোর হল
আযান এলো পশ্চিম দিগন্ত হতে
সিংগায় ফুকের হাকও যে এসেছে
এসেছে আর যে অন‍্যান‍্য ধম‍্য যাজক হতে।


এই আহবানে ওঠো জেগে
ওঠো ঘুম হতে
ওঠো বিছানা ছেড়ে
ঐ যে ডাক এসেছে পশ্চিম গগণ হতে
ভোরের সুভাস ও মৃদু বাতাসে দুলাতে
দাওনা তোমার শরীরটাকে
থাকবে যে সুস্থ‍্য হবে সুস্বাস্থ‍্যবান এই জীবনে।।


যাওনা আত্নসুদ্ধিতার কাজে
প্রার্থনা চাও মঙ্গল কামনায়;
চাও না ভূলের ক্ষমায়
এসো বাড়িতে খাও পান কর
নাস্তা-পানি/জল যা থাকে হাঁড়িতে।


এই বার তবে ছাত্র হলে পড়তে বসবে
মন দিয়ে কর তবে পড়া-লেখা;
যাবে সময় হলেই পাঠশালাতে।
করে ভাল পড়া-লেখা
তুমি হবে একজন আদর্শ মানুষ।


কৃষক হলে যাও তবে বিধাতার নাম স্মরণে
এক ফসলা জীবিকা নির্বাহের অর্জন কাজে
ফলাও ফসল সকল মানুষের জন‍্যে।
ফসলের ভাল ফলনে স্বাক্ষর রাখবে উন্নত কৃষি কাজের।।


চাকুরি জীবি হলে যাওনা নিয়ম মেনে কর্মস্থলেতে
বিধাতার নাম স্মরণে কর কাজ আপন মনে
নিজ ও প্রতিষ্ঠানের মঙ্গলে
করোনা দায়িত্ব অবহেলা
করোনা অন‍্যায় পথ অবলম্বন
হতে যেওনা অপরাধী
দক্ষতা করবে অর্জন হবে একজন কর্মদক্ষ কর্মচারী।
হতে পারবে জীবনে সুখী।।


এরই মাঝে সময় মত পালন করব যে
বিধাতারই বিধানের হুকুম!
সারাটি দিন নিজেকে রাখব যে ব‍্যস্ততায়
আমরা হবো না কভূ সময় অপচয়ী।


করব সব সময় নিজেকে কর্ম ব‍্যস্ত
হবো কখনও সময় অপচয়ী
সময়ই কখনও দিবে না বিনা প্রয়োজনে
অন‍্যায় কাজের সময়
হতে হবে না অপরাধী।।


সকালকে করলে যে অবহেলা
যাবে যে সারাটি দিন
তোমায় হেলায় হেলায়
যে দিনটি যাবে ঐ দিনটি আর
দেখা দিবে না তোমায় আলোর দিশারী হয়ে।


ঐ যে পশ্চিম দিগন্ত হতে
এসেছে বিধাতার ডাক
মান, শোন ও পালন কর!
হবে জীবনে সুখীজন
রবে এহজগৎ ও পরকালে পাবে এক অনন‍্য।।


নাও না তবে সকালের শুভাস নাও না নিজ প্রাণে
তবেই তো মানব জীবন ধন‍্য হবে
নিজ ধর্ম অনুশাসন ও কর্মগুনে
এই যে ভোর হল উঠলে জেগে সকাল সকালে।।
===×××===
===×××===
বাণী : ভোর বেলা অর্থাৎ সকালে যে সকল মানুষ ঘুম হতে জাগ্রত হয়ে আল্লাহর নাম স্বরণে তার সারাটি দিনের কর্ম হিসাব নিরপন করে সঠিক পথে কর্ম করে থাকে সফলতা সেই মানুষের জীবনে আসবেই আসবে।