তুমি ভুলে গেছো আজ
তুমি ভুলে গেছো বুঝি
ভুলে গেছো আজ আমাকে
জানতাম তুমি ভুলে যাবে?


ভুলে যাবে আমাকে একদিন
ভুলে ভরা জীবনে ভুল হবেই
তাই বলে কি ভুলে যাবে এই জীবনে?
যে ভুল করে ছিলাম আপন...


সেই ভুলে আজ কেন হবে বিচার!
যেখানে ভুল নিয়েই পথ চলে
আসছি পথের প‍্যাচালীতে হয়ে
সেখানে কি লাভ হয় ঐ ভেবে।


তাই তো তুমি ভুলে গেছো সেই
ভাল লাগা ভালবাসার কথামালা
আর বুঝি বলবে না বাসীভাল
তোমার ঐ সেই রুপ লাবণ‍্যকে।


এরই নাম "ভুলে যাওয়া ভালবাসা"
কেন এসেছিলে? কেন ভুলে গেলে?
অমন ভালবাসার দরকার কি ছিল?
যে ভালবাসার নাম হবে ঐরুপের!


ভালবাসা কি কখনও হতে পারে
"ভুলে যাওয়া ভালবাসা" নামের।
===×××===
===×××===
বাণী : যে ভালবাসা ভুলে যায় ভালবাসার প্রেম-প্রেয়সীরা। তারা কি কখনও প্রকৃত ভালবাসা জানে? না কোন মতেই না। সেই তরে উক্ত ভালবাসা কখনও প্রকৃত ভালবাসা হতে পারে না।।