না পেয়েছি জীবনে উপহার
না পেয়েছি সহমর্মিতা হাত।
না পেয়েছি পিতা-মাতা সুখ
না পেয়েছি ভাই-বোন দল।


না পেয়েছি একই মতামত
না পেয়েছি জীবন সত্য কি?
না জেনেছি আপন পর কে?
না ছিল প্রকৃত মানুষ পাশে?


না না কোন আপন পর কেহ
না ছিল না জীবন গড়তে পাশে।
না তাতে কি হয়েছে আমার!
না কিছুই হয়নি এ'জীবনে।


না থাকাতেই বিধাতা করেছেন..
না নাই বলেই মহান মানুষ।
না জানাতেই নিজেই জানতাম
না হয় কেহ থাকবে না পাশে।


না থাকে কেহ থাক! আল্লাহ্ আছে
না কাউকেই দরকার নেই বিধাতা
না শব্দ চয়নে রয় যদি সঠিক দীক্ষায়
না শব্দ মানুষ করে' আল্লাহ্ নয়।


না সেই তো শিক্ষা নিলাম ধীরতায়
না কোনই ভয় নেই আল্লাহর ভয়ে
না কোনই অন্যায় করবো না এ'ভবে
না করলে ভুল আল্লাহ দেন অসীম অভয়!


না জানাতেই কর্মঠ জীবনের সুখ-শান্তি
না পাওয়ার সকল আশা পূরণ করেন।
না বলাতে থাকে শুধুই অভাব অনাটন
না শব্দ নিয়ে যারাই থাকে তারা হতভাগা।


পেয়েছে যারা জীবনে অনেক আদর-স্নেহ
পেয়েছে যারা আপন কর্তৃক মহা-সুখ-শান্তি
তারা কি পেরেছে সকলেই যোগ্য হতে?
না না না তারা সকলেই হতে পারে নাই।
×××××××××××××××××××
বাণী:বাবা-মায়ের-নানা-নানী-মামা-খালা-চাচা-ফুফু সকলেরই অর্থবৃত্তের যৌলুসে ভরপুর থাকলে আর যখন যা চাই, তখন তা পেলেই উপযুক্ত মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সামান্য পেয়ে তার সঠিক ও উত্তম ব্যবহার করে একটি মানুষ জীবনে অনেক বড় যোগ্যবান হতে পারে। যা কল্পনাতীত। সেই সকল বুঝমান মানুষের অভাব। আল্লাহ্ ঐ'সকল সত্য নিষ্ঠা কর্তব্য ও ন্যায় নীতির মানুষদিগকেই খোঁজেন।