কবি ও খুনী
জাকির হোসেন


কবি ও খুনীর মধ্যে আমি তেমন তফাৎ দেখিনা।
দুজনেই দারুণ প্রতিভাবান এবং ক্রিয়েটিভ !
খুনীর ক্রিয়েটিভেটি খুনের চাঞ্চল্য সৃষ্টি করাতে।
উভয়ের চিন্তা শক্তি গভীর থেকে গভীরতর।
চিত্রকল্প অথবা নিপুণ ঘটনাক্রমে
দুজনের আছে বিস্তর মিল।
দুঃখ দমাতে দুজনেই হয় মদ্যপায়ী।
চিয়ার্স ! যেন তারা পাশাপাশি বসে
মদের পানি গিলে ফেলে ঢকঢক।
সিগ্রেট দিয়ে সিগ্রেট ধরায়,
ঠোঁটের চিপায় বসিয়ে দেয় সুখটান।
তারপর পা মিলিয়ে হাঁটে ঘনিষ্ঠ বন্ধুর মতন।
কবি ও খুনীর এমন মিলের পর
তাদের কর্মে মূলত অমিল ধরা পড়ে।
প্রত্যাখ্যানের অবিকল বিষাদ নিয়ে
একজন লিখে কবিতা,আরেকজন করে খুন।
একজন জানে শব্দের কারিকুরি,
আরেকজন মারণাস্ত্রের।
ভাবি,কবি যদি বেছে নিতো খুনের পেশা ?
অথচ কবিতা লিখে বলেই কতোজন
কতো কথা বলে যায় হরহামেশা !
কবিতার কারখানায় কাজ না নিলে
কবির কী বা আর এসে যেতো ?
অন্য কিছু না হোক সকলে তখন
একজন দুর্ধর্ষ খুনি পেতো।