সকাল থেকে বিকাল অব্দি
মুখোশ পরে থাকি এই রঙ্গমঞ্চে;
করি কত নিখুঁত অভিনয়,
চলে কত সংলাপ।


দিনের শেষে রাতের বেলা
মুখোশ খুলি...বালিশে মাথা রাখি,
আর মনে মনে ভাবি --
আমি এক দক্ষ অভিনেতা;
আজকের এই রঙ্গমঞ্চে টিকেই গেলাম,
অভিনয়টা ভালোই জানি।