আজো হয়নি প্রভাত, কাটেনি আঁধার রাত
দেখা হয়নি সূর্যের মুখ।
চারদিক অন্ধকার, সিংহ ব্যাঘ্রের হুংকার
হাহাকারে ভেঙে যায় বুক।


মানবতা যাচ্ছে চলে, ছাই হয়ে দাবানলে
সততা আজ গিয়েছে মরে।
কেমন আঁধার ভবে, এসেছি আমরা সবে
ভাবতে গেলে নয়ন ঝরে।


পথ ঘাট বাজারেতে স্কুল আর কলেজেতে
নারী জাতি নিত্য হয় ভোগ।
কী আর বলব হায়, কেঁদে কেঁদে দিন যায়
এটা বুঝি সভ্যতার যুগ!


ভাইকে করতে বন্দী, খুঁজে ফিরে নানা ফন্দি
চারদিকে কেটে রাখে খাল।
অঙ্ক কষে অবিরত, লাভ হোক অনাহত
ছিন্ন করে সম্পর্কের জাল।


তবু মুখোশটা পরে, মানবের রূপ ধরে
গেয়ে যায় সততার গান।
একটু আড়ালে গেলে, রূপটা বদলে ফেলে
আসলে সে ধূর্ত শয়তান।