জগৎ জুড়িয়া আছে এক জাতি,
মানব যাহার নাম।
জীব শ্রেষ্ঠ উপাধি তাহার তবু
মাথায় সুমতি দেখিনি কভু।
স্বার্থ আদায়ের লক্ষ্যে, মোনাফার অঙ্কে
কত কুকর্ম করে এ ধরায়।
আসিলে ইলেকশন করে কত অভিনয়,
আম জনতার চিত্ত ভোলায়।
মিথ্যে অঙ্গীকার আর প্ররোচনায়
গরীবের মাথা বেঁচে ওরা খায়।
আধিপত্যের লোভে আজ নির্দ্ধিধায়
নিজ ভাইয়ের রক্তে নিজের তৃষ্ণা মিটায়।
আরো কত কর্ম দেখি ভাই এ জীবনে,
প্রকাশ করা যাবেনা কথায়।
সত্যি! মানুষ বড় আজব প্রাণী,
এ বৈচিত্রময় ধরায়।