ধরাধামে জন্ম নিয়ে
করছি খেলা বেশ।
জানা নেই কারো কাছে
কোথা তার শেষ।


নদীর স্রোতে খড়কুটো
ভেসে চলে যায়।
জীবনটা তো ওই ভাবে
চলে যাচ্ছে হায়।


দুঃখ কষ্ট হাসি কান্না
এসবের মাঝে।
তরীখানা চলছে বেগে
অপরূপ সাজে।


ইচ্ছেমতো চলছি ভবে
ভুলে গেছি রব।
ভুলে গেছি নিজ দায়
ধর্ম কর্ম সব।


মৃত্যু আসলে সবই ছেড়ে
যেতে হবে ভাই।
এরই পূর্বে জীবনখানা
গড়ে নিতে চাই।