সার্থক জনম মাগো জন্মেছি তোমার গর্ভে;
এতো মমতাময়ী সত্ত্বা দেখিনি কখনো পূর্বে।
তুমি মর্ত্য, তুমি স্বর্গ, তুমিই আমার সব;
তোমার মাঝেই আছে সুখের যত উৎসব।


দশ মাস তোমার উদরে ধারণ করেছিলে আমায়।
তিলে তিলে বেড়ে উঠে কত কষ্ট দিয়েছি তোমায়
তুমি না থাকিলে আমি হয়ে যেতাম অস্তিত্বহীন।
জীবন আমার হয়ে যেত আনন্দবিহীন।


নিজেকে কষ্ট দিয়ে রেখেছিলে কত সুখে
চাওয়া মাত্রই আহার তুলে দিয়েছিলে মুখে।
তুমিহীনা জীবন আমার অনেক বিষাদময়।
দূরে চলে গেলে নিজেকে প্রাণহীন মনেহয়।


বিধাতার পরে মাগো আছে তোমারই স্থান।
আজীবন করে যেতে চাই তোমায় সম্মান।
বেশী নয় শুধু তোমার পদতলে থাকতে চাই।
তোমার পায়ের নীচে আছে আমার স্বর্গের ঠাঁই।