আলস্য দুপুর,
শুয়ে শুয়ে ফেসবুক ঘাটতে ঘাটতে
কবে ঘুমিয়ে পড়ছি তা খেয়াল‌ নেই।


গভীর নিদ্রায় দু'চোখ জুড়ে একটা রঙিন স্বপ্ন---
আমি না কি এক নতুন পৃথিবীতে বিচরণ করছি,
এক বিচিত্র ধরণের পৃথিবী---
যেখানে করোনা বলে কিছু নেই,
মানুষের মুখে মাস্ক নেই,
ওরা এলকোহল না, গঙ্গা জল দিয়ে হাত ধৌত করে,
সেখানকার মানুষ লকডাউন শব্দটিই শুনে নি,
স্কুল কলেজ বাজার হাট নিয়মিত চলছে;
সেখানে কেউ নেই কোয়ারেন্টাইনে,
পরিবার পরিজনকে সবাই নিয়ে বেশ সুখে আছে;
ঐ পৃথিবীতে কেউ নয় উপোস,
নেই কোনো বেকারত্বের জ্বালা ও।
আমি অবাক নয়নে--
এই বিচিত্র পৃথিবীর বিচিত্র রূপটি দেখছি।


ঠিক তখনই মায়ের ডাকে ঘুম ভাঙলো
মা আমায় ডেকে বলছেন---
"ওই শুনেছিস-- ও বাড়ির বাবুল মিয়ার পজেটিভ,
আমরা এখন কন্টেইনমেন্টে।"