আমি মানুষ, বড় আজব প্রাণী
নেই কোন তুলনা।
সৃষ্টির সেরা আমি--
মানবতা বুঝিনা।


দুনিয়ার মায়াজালে, স্বার্থের লোভে
করিতেছি কত কুকর্ম।
মোনাফার অঙ্কে-
ভুলে গিয়েছ আজ মানবতার ধর্ম।
অর্থের লোভে আমি,
হাতে তুল অস্ত্র।
দেখিলে নারী, মত্ত হয়ে কামনায়-
রাজপথে খুলে ফেলি বস্ত্র।
আমি মিশিয়েছি বিষ, দুষেছি পরিবেশ
এ মাটি, পর্বত, বায়ু-
সবই খেয়ে করিতেছি নিঃশেষ।
ক্ষমতার লোভে উন্মাদ হয়ে,
কত কুকর্ম, কত পাপাচার-
করিতেছি এ বিশ্ব মাঝার।


সত্যি, আমি বড় আজব প্রাণী;
তুমি মানুষ--
আজ আর নয়গো মানব,
আমি আস্ত একটা দানব।