ধন-সম্পত্তি নেই যে আমার
শরীরে নেই তেমন জোর।
তোমার মতো নেই যে শিক্ষা
দেখিনা তাই রাঙা ভোর।


মানব রূপে জন্ম তবু
নেই যে আমার থাকার ঘর।
ভিটে মাটি, নেইতো কিছুই
তাইতো আজ সবার পর।


স্কুলে যায়না আমার শিশু
রাস্তার পাশে করে বাস।
আমি হলাম তাই অসভ্য
করছি বুঝি জাতির নাশ।


অবহেলা আর অবজ্ঞায়
পড়ে আছি ফুটপাতে।
আমি মরি ক্ষুধার জ্বালায়
তুমি তৃপ্ত দুধ-ভাতে।


দুঃখে ভরা জীবন আমার
কষ্টের কোনো সীমা নাই।
ভাত-কাপড়ের নেই অধিকার
আমি কেমন মানুষ ভাই?


কেন এতো লাঞ্ছিত বন্ধু,
আমি কি আর মানুষ নয়?
আমায় যদি মানুষ বলো
তবে কেন এমন হয়?