আমি অবাক নয়নে চেয়ে রই--
এই আকাশ বাতাস পাহাড় পর্বত নদ নদী
আর ওই সবুজ ধান ক্ষেতের পানে।
মুগ্ধ! ওগো আমি মুগ্ধ...
তোমার এই সৃষ্টি রাজির শানে।


ওগো! কী নিখুঁত তোমার হাতের জাদু--
বিমোহিত আমি, হয়ে যাই নির্বাক।
ভোর বেলা আকাশ রাঙিয়ে রবির উদয়
সেই সাথে পাখিদের সুমধুর গান,
ঘুম ভাঙে, নতুন আশায় জেগে উঠে প্রাণ।


ওগো, তুমি যে মহান স্রষ্টা--
যেদিকে তাকাই শুধু তোমার অপার দয়া,
এ জগত ভরপুর তোমার দয়ার দানে।
মুগ্ধ! ওগো আমি মুগ্ধ...
তোমার এই সৃষ্টি রাজির শানে।