তোমার মতো আজ আমিও ব্যস্ত,
এই অন্ধকার শহরে,
অমাবস্যার রজনীতে, আঁধার গলিতে--
যদি একটু আলো জ্বালাতে পারি!


তোমার মতো আজ আমিও ব্যস্ত,
এই হিংস্রতার শহরে,
সহস্র হিংস্রদের মাঝে, হিংস্রতার দেশে--
যদি একটু উদার হতে পারি!


তোমার মতো আজ আমিও ব্যস্ত,
এই স্বার্থপর শহরে,
অজস্র সার্থান্বেষীদের মাঝে, স্বার্থপরতার যুগে--
যদি একটু স্বার্থহীন হতে পারি!


তোমার মতো আজ আমিও ব্যস্ত,
এই অমানুষের শহরে,
হাজারো বর্বরের মাঝে, অমানবিক ধরায়--
যদি সত্যিকারের মানুষ হতে পারি!