বিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে
অপলক দৃষ্টিতে চেয়ে রই--
কি সুন্দর জামা জুতো পরে শিশুরা আসে,
ওরা খুশি, ভীষণ খুশি
হাতে ললিপপ আর টিফিনে পুষ্টিকর খাবার,
পিঠে ঝুলছে বইয়ের ব্যাগ।


আমিও শিশু...আমারো পিঠে রয়েছে ব্যাগ
হ্যাঁ, বিশাল বড় আবর্জনার ব্যাগ।
আমি কাক ভোরে বের হই কিছু বেশী পাওয়ার আশায়,
আর মূল্যবান কিছু খুঁজতে থাকি
তোমাদের ঐ ছুড়ে ফেলা আবর্জনায়।


আবর্জনা ভর্তি ভারী ব্যাগটি--
কষ্ট হলেও খুশীতে বয়ে নেয় আমার দু'হাত
কারণ-- বেলা শেষে খেতে হবে দু'মুঠো ভাত।