আয়ু যেদিন শেষ হবে
যাবে তুমি চলে।
কেউ হবেনা সঙ্গী তোমার
যাবে নাতো বলে।


বাড়ি গাড়ি জমি জামা
সবই রইবে পড়ে।
শূন্য হাতে যাবে তুমি
বাঁশের খাটিয়া চড়ে।


যেতেই হবে সেদিন তোমার
মানবে নাতো বারণ।
আমল যদি সাথে থাকে
হবে শান্তির কারণ।


সময় থাকতে জেগে উঠো
আমল করো ভাই।
পশ্চিমে ঐ ঢলছে বেলা
সময়তো আর নাই।


আমল ছাড়া পরকালে
পাবে নাকো ঠাঁই।
যাওয়ার আগে আমল করো
নয়তো উপায় নাই।