আমি মানুষ দেখেছি, মনুষ্যত্ব দেখিনি।
আমি স্বাধীন দেশ দেখেছি, স্বাধীনতা দেখিনি।
আমি ন্যায়ালয় দেখেছি, ন্যায় দেখিনি।
আমি আইন দেখেছি, আইনের প্রয়োগ দেখিনি।
আমি খুন দেখেছি, খুনের বিচার দেখিনি।
আমি ধর্ষণ দেখেছি, ধর্ষকের দণ্ড দেখিনি।
আমি নিঃস্ব মানুষ দেখেছি, ওদের দুঃখ দেখিনি
আমি অনাথ শিশুদের দেখেছি, ওদের দুর্দশা দেখিনি।
আমি বেশ্যালয়ে নারীদের দেখেছি, ওদের আখ্যান দেখিনি।
আমি প্রেমিক-প্রেমিকা দেখেছি, ভালোবাসা দেখিনি।
আমি আধুনিকতা দেখেছি, সভ্যতা দেখিনি।
আমি অপরের ত্রুটি দেখেছি, নিজের ত্রুটি দেখিনি।
আমি অনেক কিছু দেখিনি,
আজো আমার অনেক কিছু দেখা হয়নি।