ফাগুনের সমীরণ বহে সদা শন শন,
চারদিকে ফুল বাগে অলি ওড়ে ভন ভন।
বন থেকে ভেসে আসে কোকিলের কুহুতান,
সুশোভিত ঋতুরাজ, শিহরিত মন প্রাণ।


লাল নীল নানা ফুলে ভরে আছে শাখী ডাল,
পলাশ শিমুল ফুলে চারদিক লালে‌ লাল।
শিমুলের পাপড়িতে ধূলিকণা বসে ঠিক,
রবির কিরণ পেয়ে করে শুধু চিকচিক।


ফাগুনের আগমনে প্রকৃতির এ কি রূপ!
ঋতুরাজের ছবিতে সব লোক হয়ে চুপ,
অপলক চেয়ে থাকে ভাবনায় দেয় ডুব।
ভোর বেলা রবি হাসে, রাঙা হয়ে উঠে পুব।


আকাশের বুক চিরে সাদা মেঘ উড়ে চলে,
রূপ-সুধা ঋতুরাজ যাদু করে নানা ছলে।
এলোমেলো বায়ু মাঝে দোলে ফসলের মাঠ,
বালুচরে ঝিকিমিকি মুখরিত নদী ঘাট।


ফাগুনেই শুরু হল অপরূপ ঋতুরাজ,
চারদিকে শুনি তাই কোকিলের গান আজ।
মৃদু মৃদু সমীরণ, সকলের হাসি মুখ,
ফাগুনের আগমনে ধরণীতে এলো‌ সুখ।