বাংলা আমার মাতৃভাষা
বাংলায় আমি লিখি,
এই ভাষাতেই হাতেখড়ি
অ আ ক খ শিখি।


বাংলা আমার মায়ের আঁচল
বাবার হাতের কলম,
বাংলা আমার মনের ব্যাথার
অপূর্ব এক মলম।


বাংলায় আমি প্রকাশ করি
সুখ দুঃখের সব কথা,
তবু কেন এই ভাষাকেই
অবহেলি হেথা।


ধরার পরে বাংলা ভাষা
সবার চেয়ে খাসা,
শহীদগণের রক্তে রাঙা
আমার মাতৃভাষা।


এই ভাষাটা রক্ষা করতে
শহীদ হলেন যত,
তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলী
প্রণাম শত শত।