এখন নিঝুম রাত,
চারদিক অন্ধকার।
ঘুমিয়ে পড়ছে ক্লান্ত ভদ্র সমাজ,
ওরা সবাই ফেরার।
জেগে আছে শুধু রাস্তার কুকুরগুলো
আর ওদের সাথে ফুটপাথে পড়ে আছি আমি।
আমি হিন্দু নয়, মুসলিম নয়
নারী নয়, পুরুষও নয়
আমি জাত-পাত ধর্ম ভাষা কিছুই বুঝিনা,
আমি মানুষ।
আমি আজ বিবস্ত্র, ক্ষত বিক্ষত আমার দেহ
তবুও আমি বেঁচে থাকতে চাই,
বেঁচে থাকতে চাই আরো একবার।