তটিনীর তীরে বসে ডেকেছি মৃদু হেসে,
তুমি এসেছো নীল সাগরের হিল্লোলে ভেসে।
বন্ধু করে নিয়েছ আমায় ভালোবেসে।
অঙ্গীকার করে বলেছ তুমি থাকিবে পাশে।
জানিনা কখন, কেন, কোথায়, কীভাবে,
মুগ্ধ হয়েছো আমার কোন গুণ বা স্বভাবে;
কেন এত ভালবেসেছ, হয়েছো এত আপন?
তোমার স্নেহ টানে আজ পেয়েছি এক নব জীবন।
বেদনার অশ্রু জলে সেদিন ভেসেছিলাম আঁধার রাতে,
আশার প্রদীপ জ্বালিয়েছ তুমি হাত রেখে হাতে।
দুঃখের সঙ্গী হয়েছ, বোঝেছ হৃদয়ের কথন।
হৃদের দ্বার খোলে, ভালোবেসে গড়েছ এক বন্ধন।
কত-শত বন্ধু পাওয়া যায় সংসারে বাড়ালেই হাত,
তুমি বন্ধু সর্বসেরা, অদ্বিতীয় যেমন আকাশের চাঁদ।
এ জগতে আর ক’জনের আছে এমন বন্ধুত্ব অনন্য।
আমি কৃতজ্ঞ বন্ধু, তোমার স্বার্থশূন্য ভালোবাসার জন্য।
আমাদের এ বন্ধুত্বের যেন কখনো ঘটেনা অন্ত,
অটুট থাকে যেন এ বন্ধন, চলে যেন অবিরত অনন্ত।