জনশূন্য ঈদগাহের মাঠ
আনন্দ নেই মনে।
ঈদের দিনে খুশির বদলে
শঙ্কা জনে‌ জনে।


হচ্ছে না সেই ঈদের জামাত
নেই পুরাতন‌ ছন্দ।
মেলামেশা কুলো কুলি
সব কিছু আজ বন্ধ।


নেই কোলাহল, আমোদ প্রমোদ
নেই শিশুদের হৈচৈ।
তকবির পড়ে ঈদগায় যাওয়ার
খুশির দিনটা আজ কই?


কেমন‌ যেন খাপছাড়া ঈদ
ভাবতে অবাক লাগে।
ইতিহাসে এমন ঈদ আর
দেখে নি কেউ আগে।


সমবেত নামাজ, দোয়া
দিয়েছি সব ছেড়ে।
করোনার ঐ করাল থাবা
সবটাই নিল কেড়ে।


ঘরে বসে তাই কাঁদছি আজ
নেই তো আর উপায়।
খুশির দিনে বিষাদের‌ ছোঁ
এ কেমন ঈদ, হায় হায়!