ভাল্লাগেনা পড়তে আমার
ভাল্লাগেনা লিখতে,
ভাল্লাগেনা সবার সাথে
মিলে মিশে খেলতে।


ভাল্লাগেনা হাত লাগাতে
বাড়ীর কোনো কর্মে,
ভাল্লাগেনা মেনে চলতে
আছে যাহা ধর্মে।


ভাল্লাগেনা হারাম ছেড়ে
হালাল পথে চলতে,
ভাল্লাগেনা কঠিন সময়
ধৈর্য্য ধরে থাকতে।


যতই ভালো হোকনা খাবার
ভাল্লাগেনা খেতে,
ভাল্লাগেনা নিয়ম করে
বিদ্যালয়ে যেতে।


রাত্র গভীর হয়না যদি
ভাল্লাগেনা ঘুমাতে,
ভাল্লাগেনা সকাল বেলা
তাড়াতাড়ি উঠতে।


কোনো কিছুই ভাল্লাগেনা
এক মোবাইল ছাড়া।
মোবাইলের বলে আজো
আছি আমি খাড়া।