শরতের শিশির ভেজা প্রভাতে,
ব্যথিত চিত্তে, কলম নিয়েছি হাতে।
ভাবিতেছি বসে কী লিখিব আজ,
গল্প নাকি কবিতা সাজিয়ে।
ভাবতে গিয়ে উঠিল মনে অনেক কথা,
ভাবিলাম- লিখিব আজি বিরহের গান।
অশ্রুজলে সিক্ত করে পাঠাইব তোমার করে
এই ভাঙ্গা হৃদয়ের কলতান।
ভাবিতেছি, তুমি অবসর হয়ে খুলিবে কি খাম,
পড়িবে কি আমার হৃদয়ের কথাগুলি।
বুঝিবে কি আমার গানের ভাষা,
তোমার কানে উঠিবে কি ভেসে আমার কণ্ঠধ্বনি।
এসব ভাবতে ভাবতে কল্পনায়-
চলে গিয়েছিলাম অনেক দূর।
তোমারই ছবি ভেসে উঠিল নয়নে,
কর্ণে বাজিল তোমার সুর।
বাস্তবে আসিলাম যখন ফিরে ক্ষণিক পর-
নির্বাক হয়ে বসে রহিলাম, চারিদিক অন্ধকার।