জীবন বড় বিচিত্র---
কখনও বহমান‌ নদীর মতো সচল,
কখনও আবার বরফের মতো অচল।
কখনও চাঁদনী রাতের ঝলমলে আলো,
কখনও আবার অমাবস্যার মতো কালো।
কখনও উচ্ছল ঝর্ণার মতোই চঞ্চল,
কখনও ঐ পাথরের‌ মতো নিশ্চল।
কখনও সুশীলের মতো‌ শান্ত,
কখনও কঠোর পরিশ্রমে প্রচণ্ড ক্লান্ত।
কখনও শিশির‌ বিন্দুর মতো অতীব পবিত্র,
সকলের কাছে হয় সমাদৃত।
কখনও উচ্ছিষ্টের মতো উপেক্ষিত,
নালা-নর্দমার মতো‌ ঘৃণিত।
কখনও জোনাকির‌ মতো নিভে‌ নিভে জ্বলে,
কখনও রকেটের বেগে অজানায় ছুটে চলে।
কখনও গোলাপের মতো সৌরভ ছড়ায়,
কখনও আবার দুর্গন্ধে সে জড়ায়।


সত্যিই এ জীবন‌ বড়ো বিচিত্র,
এখানে কেউ নয় শত্রু সবাই মিত্র।