ডেকেছিলাম মৃদু হেসে সমুদ্রের তটে বসে,
তুমি এসেছিলে দক্ষিণা হাওয়ায় ভেসে।
শান্ত পরিবেশে ছিলাম মোরা একসাথে,
হিংস্র ব্যাঘ্র ভয়ে পাহারায় তমসা রাতে।


আজ আর আমায় ডাকেনা কেহ।
ব্যথা শুধু বুঝে এ ব্যথিত দেহ।
আশাহীন হয়েও অনন্ত আশাময়---
স্বপ্ন হারালে অনেক কিছু হারাতে হয়।


চলে যাবে জেনে কেন এসে দিলে আওয়াজ,
ভস্মীভূত করিলে আমার ফুল বাগিচা আজ।
দেখিতে দেখিতে চলে গেলে অন্য মাঠে।
একা ফেলে গেলে আমায় শ্মশানের ঘাটে।