কাল বৈশাখী কালো মেঘে
ঢেকে গেছে আকাশ।
দিনের বেলা নামছে আঁধার
মনটা হলো হতাশ।


বিদ্যুৎ চমকে, গর্জে গগন
পড়ছে বর্ষাধারা।
প্রবল বেগে বইছে তুফান
সবাই দিশাহারা।


বৈশাখের ঐ ঝড়ে আজি
নড়ছে আমার ঘরটা।
ভেঙ্গে পড়ছে গাছ-গাছালি
যেমনি লাগছে ঝাপটা।


ঝড়ের ভয়ে বুকটা আমার
কাঁপছে দুরু দুরু।
এমন সময় শিলাবৃষ্টি
হয়ে গেল শুরু।


ঘরের ছাদটা উড়ে গেছে
নেই যে আমার উপায়।
ওগো দয়াল এই বিপদে
রক্ষা করো আমায়।