বীর বাঙালী অস্ত্র ধরো
নিজের দেশকে স্বাধীন করো
নায়ক দিলেন ভাষণ।
বংলা মায়ের দামাল ছেলে
যুদ্ধে নামো সবই ফেলে
ভেঙ্গো পাকির আসন।


বঙ্গ বন্ধুর ভাষণ শুনে
বাংলার মানুষ স্বপ্ন বুনে
দেখবে এবার আলো।
পাক নেতাদের নিষ্ঠুর শাসন
বন্ধ‌ হবে সকল শোষণ
দূর হবে সব কালো।


বজ্র কণ্ঠের ভাষণ শুনে
থাকল না কেউ ঘরের কোনে
যুদ্ধে নামল সবাই।
কৃষক শ্রমিক মাঝি জেলে
বাংলা মায়ের শত ছলে
হলো এবার জবাই।


মাতৃভূমি বাংলার তরে
ন'মাস ধরে যুদ্ধ করে
জীবন রেখে বাজি,
মহান‌ নেতার হাতটি ধরে
স্বাধীনতা‌ আনলো ঘরে
বাংলার যত গাজী।