অল্প বিদ্যা ভয়ংকরী
সর্বলোকে বলে।
ভয়ংকর ঐ ভণ্ডরা সব
অহংকারে চলে।


নিজেই ওরা বড় ভাবে
পরকে করে হেয়।
এমন করে মহান ব্যক্তি
হয়না কভু কেহ।


বড় হওয়ার ইচ্ছা থাকলে
অহং করো দূর।
লোলুপতা ছেড়ে দিয়ে
বাজাও ন্যায়ের সুর।


নিজের মুখে নিজের স্তুতি
মূর্খ লোকেই করে।
নির্বোধ ওরা কথা বলে
জ্ঞানীর বেশটি ধরে।


কথায় বড় নয়গো বড়
জানি আমরা সবে।
কর্মে মহান আছে যারা
তারাই বড় ভবে।


নিজে নিজে বড় বলা
ছোট লোকের পরিচয়।
লোকে যাদের বড় বলে
তারাই ভবে বড় হয়।