আষাঢ় শ্রাবণ বর্ষাঋতু
আকাশ কালো মেঘে।
হঠাৎ করে অঝোর ধারে
বৃষ্টি আসে বেগে।


বৃষ্টি শেষে মেঘের ফাঁকে
সূর্যিমামা হাসে।
নদী নালা ক্ষেতের জমি
বৃষ্টির জলে ভাসে।


লাঙল জোয়াল নিয়ে চাষী
ছুটে চলে ক্ষেতে।
নদীর জলে চলে নৌকা
মাঝির গানে মেতে।


জেলেরা আজ মৎস্য ধরতে
যাচ্ছে চলে মাঠে।
মৎস্য ধরে করে বিক্রি
শহরের এই হাটে।


ব্যাঙ ডাকে ঐ ডোবার মাঝে
খুশি তাদের চিত্ত।
বর্ষাকালে পাড়া গাঁয়ে
এমন ছবি নিত্য।