দশমীর সন্ধ্যায়, বিসর্জনের ঘন্টা বাজে,
মা মহেশ্বরী যে এবার বিদায়ের সাজে।
আজ এই মহাপার্বনের হবে সমাপন,
বিষাদগ্রস্থ হয়ে উঠিল সকলেরই মন।


চারটে দিন পেলাম তোমায় দুর্গতিনাশিনী,
আজ তুমি যাচ্ছ ফিরে কৈলাসবাসিনী।
আনন্দে মাতাল হয়েছিল জগত তোমার আগমনে।
বিষাদের সুরে ভাসল ভুবন আজ দশমীর সায়াহ্নে।


বিশ্ববাসী দিচ্ছে বিদায় আজ সাজিয়ে বরণডালা,
সিঁদুর খেলার সাথে সাথে আসল যাওয়ার বেলা।
বিষাদময় সন্ধ্যায় আমি চাইছি বারে বার—
এ বিদায়লগ্নে দাও মা আশিস মোদের।


শুভ শক্তি জাগায়ে দাও করিয়া সকল অশুভ নাশ।
অসুরের দল আর যেন করিতে না পারে বিনাশ।
আশার প্রদীপ রেখেছি জ্বালিয়ে এই বিষাদময় মনে,
আসিবে আবার, তাই বিদায় দিচ্ছি হাসি মুখে।