জ্যোৎস্না ভরা রজনীটা আজ
আকাশ ভরা নীল।
ডানা মেলে দূর আকাশে
উড়ে যাচ্ছে চিল।


গগণ মাঝে খেলছে তারা
কি অপরূপ রাত।
জোনাকি ঐ জ্বলছে দেখো
জ্বলছে তারার সাথ।


ওদিক থেকে আসছে ভেসে
ঝিঝি পোকার ডাক।
পাশের বনে খেঁকশিয়ালে
তুলছে জোরে হাঁক।


মৃদু মৃদু বইছে হাওয়া
খুশি সবার প্রাণ।
রাতের পাখি ডালে বসে
কণ্ঠে তুলছে গান।


পাড়া গাঁয়ের রাতের বর্ণন
হয়না বলে শেষ।
আঁখি খোলে দেখো তুমি
দেখতে পাবে বেশ।