উঠেছে বৈশাখী ঝড় এই সুন্দর ধরায়।
লেগেছে ঝড়ের বান মানবের সুশ্রী গায়।
তাইতো মানব মাঝে দেখি চরিত্রের লয়।
এই সুদৃশ্য সমাজ আজ হচ্ছে অবক্ষয়।


মানুষে মানুষে আজ লেগে আছে শুধু দ্বন্দ্ব।
ভাইয়ের জন্য ভাই গড়ে মর্মঘাতী খন্দ।
মানুষ আজ নির্বোধ বিবেকের দ্বার বন্ধ।
অন্যায়ে নেই বিচার বিচারক যেন অন্ধ।


খুন খারাবিতে ভরে গেছে এ নব্য সমাজ।
মানুষের মাঝে নিত্য চলে যত মন্দ কাজ।
হারায়েছে জাতি আজ মানব ধর্মের তাজ।
মানব হয়ে পশুর কাজ নেই তবু লাজ।


দিকেদিকে অহরহ নারী ধর্ষণ চলছে।
সাধু বেশে পুরুষরা কামুক হয়ে ছুটছে।
রাস্তা ঘাটে হাটে মাঠে নারীর মান লুটছে।
এই সুন্দর সমাজ ভঙ্গুর হয়ে পড়ছে।


ধরার এ পরিণতি কত করিব দর্শন।
এ সমাজে চাই আজ মানবতার বর্ষণ।