বন্ধু, কে বলে তোমায় দরিদ্র, কে করে অবহেলা
তুমি জোগাড় কর সকলের অন্ন তবু কেন এ হেলা?
তুমি আছো বলেই সকলের মুখে তুলে দাও আশ
নাহয় মানুষ মরে যেত আজ থাকিয়া উপবাস।


রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বা শীতে কেঁপে তর তরে
নীরবে নিথরে মুখ বুজে সকল পরিশ্রম সহ্য করে,
জোগাড় করিতে হয় তোমায় সকলের খাদ্য।
তাইতো সকাল সন্ধ্যায় মাঠে কাজ করিতে বাধ্য।


বন্ধু তুমি থেমোনা, কর কাজ নিয়েছ যে মহাভার
মানুষের তাচ্ছিল্যতা নয়কো কিছু, নয় কোন বার।
বন্ধু তুমি নয়কো হেলার পাত্র তুমি এক মহানায়ক।
তুমি বীর, তুমি মিত্র, তুমিই মোদের অন্নের বাহক।