সামনে যে জন অতি ঘনিষ্ঠ,
আড়ালে সে জন করে অনিষ্ট।
                আলোতে যে জন দেখায় নিষ্ঠা,
                আঁধারে সে জন ছড়ায় বিষ্ঠা।
ভালোবাসা যার যত গম্ভীর,
অন্তে সে জন তত অস্থির‌।
                 জবান যাহার অতীব মিষ্টি,
                 সময়ে দেখায় তাহার কৃষ্টি।
ভাবছ যে নর খুবই লাজুক,
আসলে সে নর নীরব শামুক।
                  পূজনীয় লোক বড় লম্পট,
                  লালসা মিটিয়ে দেয় চম্পট।
আপন যে জন, মুখে মিঠা সুর,
স্বার্থ ফুরালে চলে যায় দূর।
                  মেকি চালাকিতে যে জন সিদ্ধ,
                  এই ধরণীতে সে জন ঋদ্ধ।