সবার চেয়ে সেরা হল
আমার প্রিয় দেশ,
ছয়টি ঋতুর ছয়টি দৃশ্য
দেখতে লাগে বেশ।


গ্রীষ্মকালে প্রখর রোদে
ঝরে গায়ের ঘাম।
বর্ষাকালে নদীর জলে
মাছ ধরি ধুমধাম।


শরৎ কালে গ্রাম শহরে
দুর্গা পূজার মেলা।
হেমন্তে ঐ সোনার ধানে
ভরে চাষীর গোলা।


শীতকালে ভাই কুয়াশাবৃত
গায়ে কাঁপন উঠে।
বসন্তে ভাই বৃষ্টি নামে
নতুন পাতা ফোটে।


কী অপরূপ দৃশ্যরে ভাই
বলে হবেনা শেষ।
ছয়টি ঋতুর ছয়টি দৃশ্য
ঘিরে আছে বেশ।