এ যুগের কলেজগুলো
নয়গো আর বিদ্যার আলয়,
এক একটা প্রেমের আগার হয়ে
দাঁড়িয়ে রয়েছে সভ্যতার দিকে মুখ তুলে।


পাঁচ টাকার বাদাম ভাজা, ঝাল মুড়ি
কিংবা রাস্তার পাশের ফুচকা;
মোবাইল সঙ্গী করে শব্দহীন দীর্ঘ পথ,
শুধু এস.এম.এস. আর চ্যাটিং,
ভালোবাসার ঝোলা হয়ে বিদ্যার্থীর কাঁধে
ঝুলছে প্রেম।


আজ এ ক্যান্টিন, গাছতলা বা রেস্তরাঁ,
এ রিডিং রুম বা ঐ কমন রুম
সবই যেন এক একটি রোমান্টিক রঙ্গশালা।


বিদ্যার্থীর বুকের বাম পাশের ঐ হৃৎপিণ্ডটা আজ
প্রেমের হাওয়ায় দুলছে।
আর অসহায় পিতার রক্ত চুষছে।
বাড়ছে শুধু ক্লিনিক ব্যয়,
স্বর্গসুখী ভালোবাসার দামে।