প্রচন্ড তৃষ্ণা বুকে নিয়ে মৃত্যু আসে,
জীবন নামক মায়াঘর ভেঙে করে চুরমার।
পার্থিব সবকিছু মুহূর্তেই ডুবন্ত সূর্যের মতো,
                    হঠাৎ হয়ে যায় নিরুদ্দেশ।
স্মৃতিগুলো ধীরে ধীরে মিলিয়ে যায় আঁধারে।


চারদিকে কান্নার রোলে ভারি হয় বায়ু,
কেবল পড়ে থাকে একটা নিষ্প্রাণ লাশ।
সাদা কাফনটিই যেন সারাজীবনের আয়;
অর্থ, বিত্ত, ঐশ্বর্য সব হয়ে ওঠে অনর্থক।


ভালোবাসার যত বন্ধন, সব ছিন্ন হয়ে যায়;
থেকে যায় শুধু কিছু কর্ম আর কিছু কথা।
সাড়ে তিন হাত মাটির নিচে,
হয়তো লাশটি ভাবতে থাকে তখন--
"সত্যিই, জীবনের সবকিছুটাই ছিল অসার"।