বদলে গেছে আজ দিনলিপি আমাদের,
প্রতি রাতে করি‌ শুধু হিংসার হিসাব,
                           অনুতপ্ত হৃদয়ে।
কখনো কখনো রাত ফুরিয়ে যায়--
লিখতে লিখতে এ কঠিন সত্য,
কখনো বা থমকে যায় কলম
                     মানবের কর্মকাণ্ডে।


আজ এই পৃথিবীর আকাশে বাতাসে
বাজছে বিষের বাঁশি।
হে মনুষ্য, দেখা হবে তোমার সাথে
পেরিয়ে আসতে পার যদি
                 এই বিষাক্ত শহরটি।