একসাথে আছি সব একসাথে গাই,
তবু কেন হানাহানি সারাদেশে ভাই?
মারামারি, রাহাজানি কেন আছে লেগে?
দূর করি সব আজ, উঠে যাই জেগে।


দেশ সেবা করা হলো সকলের কাজ,
দলে দলে এসো তাই, নেই কোনো লাজ।
জাতি, ধর্ম, ভাষা ভেদ যাই আজ ভুলে,
সবে মিলে করি কাজ জয়ধ্বনি তুলে।


এসো ভাই সব আজ হাতে হাতে রেখে,
স্বদেশের ভালোবাসা হৃদয়েতে মেখে;
মিলেমিশে চলি সবে সত্য পথ ধরি,
ভেদাভেদ ভুলে গিয়ে দেশটাকে গড়ি।


মা মাটির ভালবাসা থাকে যদি প্রাণে,
দেশ সেবা করি চলো হৃদয়ের টানে;
বীর বেশে লড়ে যাই এ দেশের তরে,
সততার আলো জ্বেলে দেশ দেই ভরে।


ভালোবেসে থাকি যদি আপনার দেশ,
প্রভেদতা আছে যত করে দেই শেষ।
নিত্য দিনে মেনে চলি দেশের বিধান,
ঐক্যবদ্ধ হয়ে করি দেশকে মহান।