খালি কলসির শব্দ বেশি        চিকন লোকে নাড়ে পেশী
                     গন্ধ বিলায় ধূপ।
কাঁচা বাঁশে ঘুণে ধরে              মূর্খ লোকে তর্ক করে
                      জ্ঞানী থাকে চুপ।


অল্প বিদ্যা ভয়ঙ্করী              অজ্ঞ মানুষ অহংকারী
                     স্বজন গড়ে কূপ।
বাঁশের চেয়ে কঞ্চি শক্ত       পিতার চেয়ে ছেলে পোক্ত
                     এটাই ধরার রূপ।


টাকার খেলা সকল কাজে           অসৎ ব্যক্তি নেতা সাজে
                         করে নানান ছল।
মিথ্যা চলে আইনের ঘরে           টাকার তরে বিচার মরে
                          উন্নয়নের ফল।


সত্য কথা বলতে গেলে           বসত তোমার হবে জেলে
                      কী আর বলব ভাই?
ধরার এমন রূপটি দেখে            চিন্তায় মগ্ন কলম রেখে
                       বাঁচার উপায় নাই।