মেয়ে হয়ে জন্মেছিলে এটাই ছিল যুক্তি।
নিদারুণ এই সমাজ থেকে পেয়ে গেলি মুক্তি।
নরপশুর তীক্ষ্ণ নজর তোর উপরে ছিল।
পিশাচের ঐ কামুক থাবা তোকে কেড়ে নিল।


ফিরলিরে বোন মৃত হয়ে স্বর্গের মালা পরে।
একে একে কতো নিষ্পাপ প্রাণ যাচ্ছে যে ঝরে।
আমরাও আজ নিঃশব্দে সব-ই সয়ে আছি।
লজ্জা শরম নেই যে আর নিজেই শুধু বাঁচি।


মোমের বাতি নিভে গেছে আমরা নেই পথে।
মৌন মিছিল শেষ হয়েছে মোমের আলোর সাথে।
হায়রে বোন! তুই কেমন করে বাঁচবি এবার বল।
রাস্তা ঘাটে, স্কুল কলেজে নেই যে তোর সম্বল।


ভেঙ্গে পড়ছে শাসন সজ্জা থমকে গেছে বিচার।
স্বার্থপর এই সমাজে আজ চোখের জলই সার।
বোন, আমরা ভালোই আছি তুই চলে গেলি একা।
শাপ দিসনা বোন, কী করব বল? এ সমাজটাই বাঁকা।